সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরানো একটি মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তবে ওই মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানিয়েছেন নাসিম। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ওসি সেলিম মিয়া বলেন, নাসিম হোসাইন দাবি করেছেন তিনি জামিনে আছেন। তবে আমরা এ সংক্রান্ত কোনো কাগজ পাইনি। তিনি জামিনের কাগজ দেখাতে পারলে আমরা তাকে ছেড়ে দেবো।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত