সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালকে সাদা পোশাকে পুলিশ সদস্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্ট এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন আব্দুল আহাদ খান জামালের পরিবারের সদস্যরা।
তারা জানান, আব্দুল আহাদ খান জামাল অন্য নেতাকর্মীদের সাথে জিন্দাবাজারের একটি রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে বের হন। এরপরই সাদা পোশাকে পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে।
এ ব্যপারে সিলেট কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়ার সাথে মুঠোফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৮/মাহবুব