সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় গর্ত ধসে মাটি চাপায় নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের ছেলে সেলিম মিয়া (২৫) ও একই এলাকার ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)। এর মধ্যে আজ মঙ্গলবার সকালে সেলিম মিয়ার ও সোমবার রাতে নূরুল হকের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার গর্তের মালিক কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের আবদুর রহিমকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন নিহত সেলিম মিয়ার স্ত্রী রাজিয়া বেগম।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম।
গত সোমবার বিকেলে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় গর্ত ধসে মাটি চাপা পড়েন শ্রমিক সেলিম মিয়া ও নূরুল হক।
বিডি প্রতিদিন/এ মজুমদার