সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানের সময় পাথরখেকোদের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৩ জনের নামোল্লেখসহ আরও অজ্ঞাত ৬শ’ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম।
গত সোমবার বিকেলে ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় টাস্কফোর্স। এসময় পাথরখেকোরা সংঘবদ্ধ হামলা চালায়। এতে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, উপজেলা প্রশাসনের কর্মচারী, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার