Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : ১০ জানুয়ারি, ২০১৯ ২১:৩৭

সিলেটে ফের পাথর গর্তে ধস নিহত ১, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ফের পাথর গর্তে ধস নিহত ১, নিখোঁজ ৩
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় আবারও পাথরের গর্ত ধসের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো তিনজন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন (৩৫) উপজেলার লামনিগাঁও গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শাহ আরেফিন টিলা থেকে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন করা হয়। প্রশাসনের নজরদারি এড়িয়ে রাতেও এখানে পাথর উত্তোলনের কাজ করা হয়। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে শ্রমিক নিহতের ঘটনা ঘটে। কয়েকদিন আগে এখানে দুই পাথর শ্রমিক নিহত হন।
জানা যায়, সন্ধ্যায় আরেফিন টিলায় পাথর উত্তোলনকালে হঠাৎ গর্তে ধস নামে। এতে গর্তে থাকা চার শ্রমিক চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে নিহত কবির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তবে গর্তে চাপা পড়া বাকি তিনজন নিখোঁজ রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, পুলিশ একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। স্থানীয়রা আরো তিনজন গর্তে চাপা পড়ার বিষয়টি জানিয়েছেন। পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য