সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় গর্ত ধসে এক পাথর শ্রমিক নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার সকালে দায়েরকৃত মামলায় দুই পাথরখেকোকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, নিহত শ্রমিক কবির হোসেনের স্ত্রী লাভলি বেগম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় পাথর গর্তের মালিক দুই ভাই ছয়ফুল হক ও বদরুল হককে আসামি করা হয়েছে। পুলিশ তাদেরকে গ্রেফতারের চেষ্টা করছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আরেফিন টিলায় অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলনকালে গর্তে হঠাৎ ধস নামে। এতে উপজেলার লামনিগাঁও গ্রামের দুদু মিয়ার ছেলে কবির হোসেন (৩৫) চাপা পড়ে নিহত হন। এর আগে গত সোমবার আরেফিন টিলায় দুই পাথর শ্রমিক নিহত হন। গত প্রায় দুই বছরে এ টিলায় অন্তত ২০ জন শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। তবুও পাথরখেকোচক্র বেপরোয়া।
বিডি প্রতিদিন/হিমেল