সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের বড় ইসবপুর গ্রাম সংলগ্ন মধু মিয়ার ডোবা থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্রেরর মধ্যে রয়েছে একটি পাইপগান, ৪টি রামদা, একটি দুই নলা বন্দুক, একটি গ্রিল কাটার ও একটি পাইপ।
পুলিশ জানায়, সম্প্রতি ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের পশ্চিম মোবারকপুর গ্রামের নুর মিয়ার ছেলে তোফায়েল আহমদ ওরফে তোফা ও বড় ইসবপুর গ্রামের শাহজানকে গ্রেফতার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের দেওয়া তথ্যানুসারেই গত বৃহস্পতিবার ওই ডোবার পানি সেচ ও কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু হয়। শুক্রবার বস্তায় থাকা ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বলেন, ‘ডাকাতদের দেয়া তথ্যমতে ডোবায় আরও দুই বস্তা অস্ত্র রয়েছে, সেগুলোও উদ্ধারের চেষ্টা চলছে।’
বিডি প্রতিদিন/হিমেল