সিকৃবির ছাত্র ঘোরী মো. ওয়াসিমকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় উদার পরিবহনের চালক ও হেলপারকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে হেলপার মাসুক ও জুয়েল মিয়াকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
মামলার আসামিরা হলেন, বাস চালক জুয়েল আহমদ (৩০), হেলপার মাসুক মিয়া (৩১) ও সুপারভাইজার শেফুল মিয়া (৩৫)। তবে সুপারভাইজার এখনও পালতক রয়েছে।
সোমবার দুপুরে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা অভিযোগ দায়ের করেন সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যার দিকে সিকৃবি শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাস থেকে ঢাকা-সিলেট রোডের শেরপর এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেলপার ফেলে দেয়।
ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার এবং হেলপারকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৯/আরাফাত