সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপিরসহ কোষাধ্যক্ষ জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার বিশেষ ক্ষমতা আইনে ৩৮/১৫ মামলায় তিনি জামিনের আবেদন জানালে আবেদনটি নামঞ্জুর করেন বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল জানান, বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে জাকির হোসেন জামিন আবেদন করেন। বিশেষ ক্ষমতা আইনে ৩৮/১৫ মামলায় আদালতে জামিনের আবেদন করলে আবেদনটি নামঞ্জুর হয়।
বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৯/আরাফাত