পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বা কোন মিশন নেই। ফলে সেসব দেশে থাকা বাংলাদেশিরা প্রয়োজনের সময় ভোগান্তি পোহান। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আগামী পাঁচ বছরে আরো একশটি মিশন খোলার পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য প্রতিটি মিশনে চব্বিশ ঘণ্টার হটলাইন খোলা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
তিনি আরো বলেন, বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা উচ্চশিক্ষিত, কিন্তু বেকার। স্কিল না থাকায় তাদের চাকরি হয় না। সরকার ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের স্কিল বাড়ানোর জন্য ৫শ’ মিলিয়ন ডলারের প্রজেক্ট গ্রহণ করছে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার জলিল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, আল আজাদ, সাত্তার আজাদ, রেজওয়ান আহমদ, মো. মনিরুজ্জামান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন