সিলেটের লালবাজারে বিক্রির জন্য উঠেছে ২০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।
রবিবার ভোরে জকিগঞ্জের ডুবাইচর কুশিয়ারা নদী থেকে বাঘাইড় মাছটি জেলেদের জালে আটকা পড়ে।
রবিবার দুপুরে সিলেট নগরীর লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা মখলিছ মিয়া। কুশিয়ারা নদীতে ধরা পড়া মাছটির দাম হাঁকছেন ৪ লাখ টাকা; তবে এ পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা দর করেছেন ক্রেতারা।
ব্যবসায়ী মখলিছ মিয়া জানান, ‘সকালে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পড়ে। পরে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। মাছটি বাজারে আনার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন।
তিনি জানান, নির্দিষ্ট পরিমান দাম না পান তাহলে আগামীকাল সকালে মাছটি কেটে বিক্রি করবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন