সিলেটের ফেঞ্চুগঞ্জে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এ কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১ টার দিকে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা সেতু পার হয়ে মল্লিকপুর এলাকায় লাইনচ্যুত হয় ট্রেনটি। এতে করে দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সিলেট রেলস্টেশনের মাস্টার কাজি শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনটি উদ্ধারে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গেছে। ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। এ অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস কুলাউড়া জংশনে আটকা পড়েছে। তবে সিলেটে কোনো ট্রেন আটকা পড়েনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার