নজরুলের দেশপ্রেমের চেতনাকে লালন করে দেশের উন্নয়নে সকলকে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শনিবার সকালে সিলেট নগরীর রিকাবীবাজারে নজরুলজয়ন্তী উপলক্ষে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, নজরুল অনেক আগেই বলে গেছেন, বাঙালি যখন এক হয়ে যায় তখন কোনো বাধা তাদের দমিয়ে রাখতে পারে না। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নজরুলকে আরও অধ্যয়ন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন মোমেন।
সিলেট সিটি করপোরেশনের আরিফুল হক চৌধুরীও এ সময় নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। জাতীয় নজরুল পরিষদ সিলেট শাখার আয়োজনে র্যালি শেষে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠন।
নজরুল পরিষদের উদ্যোগে জুলাইয়ে দুই দিনব্যাপী নজরুল উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৯/মাহবুব