সড়কজুড়ে বড় বড় গর্ত। গর্তে পানি জমে আকার ধারণ করেছে 'পুকুরের'। এই অবস্থা সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের। বেহাল এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবশেষে সড়ক সংস্কারের দাবিতে আগামীকাল রবিবার থেকে এই সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা।
পরিবহন শ্রমিকরা জানান, সড়কটির বিশ্বানাথ অংশে উপজেলা পরিষদের উদ্যোগে ইট ও পাথর ফেলে গর্ত কিছুটা ভরাট করা হলেও জগন্নাথপুর অংশ একেবারেই বেহাল। ওই অংশ দিয়ে যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
বাস চলাচল বন্ধ ঘোষণার কথা স্বীকার করে ‘বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-সিংঙ্গেরকাছ সড়ক শ্রমিক ফেডারেশন’র সভাপতি ফজর আলী জানান, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক ছোট-বড় গর্তে ভরপুর। বৃষ্টি হলে রাস্তা পুকুরে পরিণত হয়। এভাবে ঝুঁকি নিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। তাই চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে অনির্দিষ্টকালের জন্য ওই সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব