সিলেট নগরীতে পশু কেনাবেচার একমাত্র স্থায়ী হাট কাজিরবাজার। প্রতিবছর কোরবানির সময় দেশের বিভিন্ন স্থান থেকে এই হাটে ব্যবসায়ীরা নিয়ে আসেন বিশাল বিশাল গরু। এবার সবচেয়ে বড় গরুটি নিয়ে এসেছেন সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াইর সৌখিন খামারি শান্ত। গত শুক্রবার তিনি গরুটির দাম ১৬ লাখ টাকা চাইলেও আজ শনিবার দাম হাঁকাচ্ছেন ২৬ লাখ টাকা। একদিনে তিনি গরুর দাম বাড়িয়ে দিয়েছেন ১০ লাখ টাকা। আজ বিকেল পর্যন্ত গরুটির দাম ৮ লাখ টাকা পর্যন্ত।শোনা যাচ্ছে, সিলেটের এই হাট কর্তৃপক্ষ পুরস্কৃত করবে সবচেয়ে বড় গরু ‘সম্রাট’কে।
শান্ত জানান, সম্রাটের ওজন ৩৫-৪০ মণ। কয়েক বছর ধরে তিনি নিজের বাড়িতে অনেক যত্ন করে লালন পালন করেছেন। প্রথমে গরুটির মূল্য তিনি চেয়েছিলেন ১৬ লাখ টাকা। কিন্তু বাজারে গরুর দাম বৃদ্ধি পাওয়ায় তিনি এখন দাম চাইছেন ২৬ লাখ টাকা। গত শুক্রবার ৭ লাখ দাম উঠার পর আজ দাম উঠেছে ৮ লাখে। কাজিরবাজারে গিয়ে দেখা গেছে, অনেকে বিশালাকার গরুটির সাথে ছবি তুলছেন। কেউ কেউ দামাদামি করছেন। গরুর মালিক জানান, প্রতিবছর কাজিরবাজার সবচেয়ে বড় ও বেশি দামে বিক্রি হওয়া গরুর মালিককে বাজার কর্তৃপক্ষ পুরস্কৃত করে থাকেন। এবার সম্রাটের চেয়ে বড় গরু এখনো বাজারে ওঠেনি। তাই তিনি আশা করছেন এবার পুরস্কারটি তার ঘরেই উঠবে।
বিডি-প্রতিদিন/শফিক