সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও রেলওয়ে স্টেশন এলাকায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে আটকা পড়েছেন শত শত যাত্রী।
শুক্রবার রাত ১১ টার দিকে স্টেশনে প্রবেশ করার সময় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ট্রেনের এক যাত্রী জানান, সিলেট থেকে ছেড়ে আসার পর মাইজগাঁও রেলওয়ে স্টেশনের পাশের খেলার মাঠের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
এ ব্যাপারে স্টেশন দায়িত্বরতদের মুঠোফোন পাওয়া না গেলেও যাত্রীরা জানান, রাত ১১ টায় স্টেশনে প্রবেশ করার মুহূর্তে পেছনের বগির ব্রেক হেঙ্গার ভেঙে গিয়ে ৪টি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি ধীরগতিতে থাকার কারণে হতাহতের ঘটনা ঘটেনি। সিগনাল পয়েন্ট পার হয়ে ১নং রেল লাইন দিয়ে স্টেশনে প্রবেশ করায় সারা দেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন