২৩ আগস্ট, ২০১৯ ০৯:২৬

'ফগার মেশিন' চালানোর লোক নেই সিলেটে!

নিজস্ব প্রতিবেদক , সিলেট

'ফগার মেশিন' চালানোর লোক নেই সিলেটে!

ফাইল ছবি

ডেঙ্গু ইস্যুকে কেন্দ্র করে সারাদেশেই মশক নিধন অভিযান জোরদার হয়েছে। সিলেটে মশক নিধন অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন (সিসিক)। কিন্তু দক্ষ জনবলের অভাবে এক্ষেত্রে কার্যক্রম জোরদার করতে পারছে না তারা।

সিসিকের দায়িত্বশীলরা জানিয়েছেন, মশক নিধন কার্যক্রমের জন্য আধুনিক ফগার মেশিন ব্যবহার করার মতো পর্যাপ্ত দক্ষ জনবল নেই সিসিকের। এর ফলে মশক নিধন কার্যক্রম পুরোদমে জোরদার করা সম্ভব হচ্ছে না।

জানা গেছে, সিসিকে ৬০টি ফগার মেশিন আছে। কিন্তু প্রতিদিন ৫-৬টি ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। প্রয়োজনীয় জনবলের অভাবে বাকি মেশিনগুলো অলস পড়ে থাকছে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ফগার মেশিন চালানোর মতো প্রশিক্ষিত জনবল নেই। তাই সকল ফগার মেশিন ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফগার মেশিন কিছুটা ভারি, এজন্য পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে এটি ব্যবহারের অনীহাও আছে।

তিনি বলেন, ফগার মেশিন চালানোর মতো সিসিকের প্রশিক্ষণপ্রাপ্ত জনবল মাত্র দুজন। তাদের দিয়ে অন্যদেরও এ মেশিন ব্যবহার পদ্ধতি শেখানোর চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর