সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত সংলগ্ন ডিবির হাওর এলাকা থেকে দেড় লাখ ভারতীয় রুপিসহ ইউসুফ মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার বিকালে তাকে আটক করা হয়। পরে জৈন্তাপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইউসুফ মিয়া নামের ওই ব্যক্তি জৈন্তাপুরের ঘিলারতৈল গ্রামের আবুল কালামের ছেলে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, ইউসুফ মিয়া ভারত থেকে বিভিন্ন পণ্য চোরাচালানের সাথে জড়িত। পণ্য আদান-প্রদানের জন্য তিনি ভারতীয় রুপি ব্যবহার করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন