সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতক মেয়েকে রেখে উধাও হয়ে গেছেন তার বাবা। সাতদিনের শিশুটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের আওতায় চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় আনোয়ার আলী নামে এক ব্যক্তি নবজাতক মেয়েকে ভর্তি করেন। হাসপাতালের রেজিস্ট্রারে নবজাতকটির নাম সুবর্ণা ও বয়স পাঁচদিন লেখানো হয়। এছাড়া বাসার ঠিকানা লেখানো হয় নগরীর তাঁতীপাড়া। এরপর ওষুধ আনার কথা বলে উধাও হয়ে যান আনোয়ার আলী।
ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআইচ ওমর ফারুক জানান, ফুটফুটে শিশুটিকে রেখে তার কথিত বাবা উধাও হয়ে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ বর্তমানে শিশুটির দেখাশোনা করছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন