সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক উদার গণতন্ত্রের দেশ। আমরা সব কাজ একত্রে মিলেমিশে করি। এখানে কোন ধর্মীয় বিভেদ নেই, ধর্মীয় বারাবাড়ি নেই। ধর্ম পালনে কোনও সমস্যাও নেই। কোনও প্রতিরোধ বা বাধাবিঘ্ন নেই। যে যার মতো করে যার যার ধর্ম পালন করছে।
সোমবার রাতে শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে পুজামণ্ডপ পরিদর্শন করতে এসে ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কামরুল আহসান আরও বলেন, দূর্গোৎসব হচ্ছে বাঙ্গালীর প্রাণের উৎসব। এর একটি অংশ হচ্ছে ধর্মীয় আর একটি অংশ হচ্ছে উৎসব। আমরা যে ধর্মেই বিশ্বাস করি না কেন, আমাদের অনন্য বৈশিষ্ট হচ্ছে সহনশীলতা। আমরা একে অন্যর মতের উপর শ্রদ্ধাশীল।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জহর তরফদারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক সুশীল শীল, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক দীপক ধর পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আছকির মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক