মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ মঙ্গলবার বিকেলে দুর্গা প্রতিমা নিয়ে বিজয়া শুভাযাত্রা বের হয়। অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. এম এ শহীদ এমপি নেতৃত্বে বর্ণাঢ্য এ শুভাযাত্রায় অংশ নেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন রায়, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক সুশীল শীল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজ্য় রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। শহরে শুভাযাত্রা বের হলে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে, শুভাযাত্রা অংশ নেয়ার জন্য বেলা ১২টা থেকে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ভক্তরা ট্রাকে করে প্রতিমা নিয়ে শহরের সার্বজনীন দুর্গা বাড়ির সামনে সমবেত হতে শুরু করেন। বিকেলে শহরের মানুষের ঢল নামে। কোথাও যেন একটু তিল ধারণের জায়গা ছিল না। শহরে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তন শান্তি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষা নিয়ে শারদীয় দুর্গোৎসবের শেষ দিনটিও ছিল উৎসবমুখর। বিজয়া উপলক্ষে সকাল থেকেই সব মণ্ডপ মুখরিত ছিল ভক্তদের ভিড়ে। অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্যেও ছিল এক প্রকার আনন্দ। মা বোনেরা মেতে ছিল সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার উৎসবে।
বিডি-প্রতিদিন/মাহবুব