সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাত ধরে নগরী ঘুরে উন্নয়ন কাজ দেখালেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে নগরীর জিন্দাবাজারে মন্ত্রীর হাত ধরে উন্নয়ন কাজ পরিদর্শন করতে দেখা যায় মেয়রকে।
সিসিক সূত্রে জানা গেছে, সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কে বর্তমানে উন্নয়ন কাজ চলছে। সড়কের উভয় পাশে কয়েক ফুট করে বর্ধিত করা হচ্ছে। নতুন করে নির্মাণ করা হচ্ছে ফুটপাত। এছাড়া এ সড়কের বৈদ্যুতিক ক্যাবল নেওয়া হচ্ছে মাটির নিচে। মঙ্গলবার এসব কাজই সাবেক অর্থমন্ত্রী মুহিতকে ঘুরিয়ে দেখান সিসিক মেয়র আরিফ। এ সময় চলমান উন্নয়ন কাজ সুচারুভাবে ও দ্রুততার সাথে সম্পন্ন করতে মেয়রকে পরামর্শ দেন মুহিত। উন্নয়ন কাজ করতে গিয়ে নগরবাসীর যাতে ভোগান্তি না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেন তিনি।
প্রসঙ্গত, একাদশ জাতীয় নির্বাচনের আগে সিলেট-১ আসনের সংসদ সদস্য ছিলেন মুহিত। ওই সময় সিলেট নগরীর উন্নয়নে তাকে পাশে পেয়েছিলেন আরিফ।
বিডি-প্রতিদিন/মাহবুব