সিলেট নগরী থেকে কিশোর গ্যাং’র ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর কুয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি ক্লাব ঘর থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার আটককৃতদের মধ্যে একজনকে জেল হাজতে ও বাকি পাঁচজনকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি রামদা ও ৫টি ক্রিকেট স্ট্যাম্প।
আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নায়েব আলীর ছেলে সোহাগ (১৭), নগরীর হাউজিং এস্টেটের মানিক মিয়ার ছেলে পলাশ (১৮), উত্তর বাগবাড়ির নূরুল হকের ছেলে হাবিবুল হক আশিক (১৭), সিলেট সদর উপজেলার টিলাগাঁওর লোকমান মিয়ার ছেলে ফরহাদ (১৬), জালালাবাদ কালিরগাঁওর সমেজ আলীর শাহ আলম (১৬) ও টিলাগাঁওর ফয়জুল ইসলামের ছেলে সোহাগ (১৭)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান, আটককৃত কিশোররা নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। বুধবার রাতে তারা মারামারির জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার