Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ অক্টোবর, ২০১৯ ২০:০৪
আপডেট : ১৩ অক্টোবর, ২০১৯ ২০:০৮

ওসমানীনগরের সেই ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক , সিলেট

ওসমানীনগরের সেই ওসিকে বদলি

সিলেটের ওসমানীনগর থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুনকে বদলি করা হয়েছে। বদলি করে তাকে সংযুক্ত করা হয়েছে রংপুর রেঞ্জে। 

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রশাসনকি কারণে’ ওসমানীনগর থানার ওসিকে আজ রবিবার বদলি করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তবে নতুন করে কাউকে ওসির দায়িত্ব দেয়া হয়নি। ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আপাতত ভারপ্রাপ্ত ওসি হিসেবে কাজ করবেন।

প্রসঙ্গত, এস এম আল মামুন ওসমানীনগর থানায় যোগ দেন এক বছর পূর্বে। গত বৃহস্পতিবার এ থানায় তার যোগদানের বছরপূর্তি হয়। এ উপলক্ষে থানার মধ্যে বিশাল আয়োজনে বছরপূর্তি পালন করেন তিনি।

ওইদিন রাতে শেরওয়ানি পরে বর বেশে থানায় বিশাল কেক কাটের ওসি। করা হয় খাওয়া-দাওয়ার আয়োজন। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। এ বিষয়টি নিয়ে 'বাংলাদেশ প্রতিদিনে' সংবাদ প্রকাশ করলে তোলপাড় হয় সিলেটে।

বিডি প্রতিদিন/আরাফাত


আপনার মন্তব্য