ভারত থেকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা পিয়াজবোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করেছে র্যাব ৯।
আজ শুক্রবার সকালে সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র্যাব এ অভিযান পরিচালনা করে। আমদানির কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পিয়াজ জব্দ করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, চোরাচালানিচক্র ১৮০ মণ পিয়াজ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসে। এসময় ট্রাকভর্তি পিয়াজসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো সিলেটের গোয়াইনঘাট এলাকার মিত্রিখেল গ্রামের বাসিন্দা আবদুল হকের পুত্র লায়েছ উদ্দিন ও রাজশাহী এলাকার গোয়ালীয়া থানার আরমান আলীর পুত্র মো. মিরাজ আলী। আটককৃতরা জানিয়েছে, ট্রাকে করে পিয়াজ তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল।
বিডি প্রতিদিন/ফারজানা