১৮ নভেম্বর, ২০১৯ ১২:১৩

সিলেটে ৪৫ টাকায় পিয়াজ কিনতে লম্বা লাইন

সিলেট ব্যুরো

সিলেটে ৪৫ টাকায় পিয়াজ কিনতে লম্বা লাইন

সিলেটসহ সারাদেশের বাজারে পিয়াজের যে দাম তা নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। ফলে তুলনামূলক কম দামে পিয়াজ কিনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিভিন্ন পয়েন্টে ভিড় করছেন ক্রেতারা।

সোমবার সকাল থেকে সিলেট নগরীর তিনটি স্থানে ৪৫ টাকায় পিয়াজ বিক্রি হচ্ছে রিকাবীবাজারস্থ কাজি নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে, ক্বীন ব্রিজের মোড়ে, মার্কাজ পয়েন্ট বঙ্গবীর রোডে।

সকালে এই স্থানগুলোতে গিয়ে দেখা যায়, প্রখর রোদের মধ্যেই শত শত মানুষ টিসিবির ট্রাক থেকে পিয়াজ কিনতে ভিড় করেছেন। সময় বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। এছাড়া মহিলার উপস্থিতিও  ছিল চোখে পড়ার মত।

পিয়াজ কেনার জন্য ক্রেতারা দীর্ঘক্ষণ লাইনে দাড়ালেও কেনার পর পিয়াজের মান নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

টিসিবির পিয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, বাজারে এক কেজি পিয়াজের দাম ১৫০-২০০ টাকা। এখানে এক কেজি পিয়াজের দাম ৪৫ টাকা। এ কারণে পিয়াজ কিনতে এখানে এসেছি। লাইনে দাঁড়িয়েছি এক ঘণ্টা হয়ে গেছে। কিন্তু সামনে এখনও ৫০ জনের মতো আছে। জানি না কখন লাইনের শেষ মাথায় পৌঁছাতে পারব।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর