১৮ নভেম্বর, ২০১৯ ২২:১৬

সিলেট-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সড়কে বাস ধর্মঘট, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সড়কে বাস ধর্মঘট, ভোগান্তি

বিআরটিসি বাস প্রত্যাহারের দাবিতে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। 

সিলেট-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড় বাস মিনিবাস সমিতির ডাকে সোমবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি রিমাদ আহমদ রুবেল। ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার যাত্রীরা। 

বিশেষ করে কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের যাতায়াতের জন্য বিকল্প কোন সড়ক না থাকায় তারা পড়েছেন বেশি বিপাকে। সকালে মজুমদারি বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে অনেক যাত্রীকে বাড়তি ভাড়ায় সিএনজি অটোরিকশায় গন্তব্যে যেতে হয়েছে। এদিকে, বাস ধর্মঘট চললেও সড়কগুলোতে সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল। 

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর সিলেট-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সড়কে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এরপর থেকে ওই রোডের বাস মালিক ও শ্রমিকরা বিআরটিসি বাসের বিরোধিতা করে আসছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর