সিলেটের পিয়াজের বাজার ক্রেতা শূন্য হয়ে পড়েছে। রবিবার সকাল থেকে পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা নেই বললেই চলে। সোমবারও সকাল থেকে এই অবস্থা চলছে। এতে করে কমেছে দামও।
সোমবার দুপুরে সিলেটের পিয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার কালিঘাট ঘুরে দেখা যায় দোকানগুলোতে ক্রেতা একেবারেই নেই। আর বিক্রি কমে যাওয়ায় কয়েকদিন ধরে মজুদ থাকা পিয়াজে পচন ধরতে শুরু করেছে।
ক্রেতার অভাবে মজুদ থাকা পিয়াজ কম দামেই বিক্রি করে দিচ্ছেন পাইকারী বিক্রেতারা। রবিবার দামে ধ্বস নামার পর থেকে সোমবার দুপুর পর্যন্ত প্রতিকেজি পিয়াজ বিক্রি হয়েছে ১৩০-১৪০ টাকায়।
কালিঘাটের এক ব্যবসায়ী জানান, শনি ও রবিবার প্রচুর পরিমাণে ভারতীয় অবৈধ পিয়াজ সিলেটের বাজারে ঢুকেছে। এতে করে বাজারে পিয়াজের সে সংকট ছিল সে সমস্যার সমাধান হয়েছে। ব্যবসায়ীরা পিয়াজ স্টক করলেও কাঙ্ক্ষিত সংখ্যক ক্রেতা না থাকায় বাজারে কম দামেই পিয়াজ বিক্রি করে দিচ্ছেন দোকানদাররা। তবে সোমবার থেকে ভারতীয় অবৈধ পিয়াজ সিলেটের বাজারে ঢুকার পরিমাণ কমেছে।
বিডি প্রতিদিন/আরাফাত