১৯ নভেম্বর, ২০১৯ ১৩:১৬

গুজবে লবণ কেনার হিড়িক

অনলাইন ডেস্ক

গুজবে লবণ কেনার হিড়িক

প্রতীকী ছবি

সারাদেশের পিয়াজের বাজারে চলছে অস্থিরতা। এই অস্থিরতার মধ্যেই গুজব ছড়িয়ে পড়েছে লবণ নিয়ে। বিভিন্ন সামাজিক মাধ্যম ও লোক মুখে লবণের মূল্য বেড়ে যাওয়ার গুজব রটে।

এরপর বেশি পরিমাণে লবণ কেনার হিড়িক পড়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকার পাড়া মহল্লার দোকানগুলোতে।

জানা গেছে, সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর, তাহিরপুর, দিরাই, সদর উপজেলায় গুজবের কারণে বেশি লবণ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পৌর এলাকার বাজারের দোকানে লবণ কিনতে লোকজন ভীড় করেন। সোমবার গভীর রাত পর্যন্ত অনেককে ২ থেকে ৩ কেজি লবণ কিনে বাসায় ফিরতে দেখা যায়।

এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লবণ কেনার হিড়িক পড়ে। সোমবার রাতে শহরের পাইকারি মার্কেট সেন্ট্রাল সড়কে গিয়ে দেখা যায়, মেসার্স বিজয় কুমার দেবের দোকান থেকে মৌলভীবাজারের নিজামউদ্দিন ৩৭৫০ কেজী লবণ কিনে নিচ্ছেন।

এছাড়া, শহরের রহমানিয়া স্টোরের মালিক জানান, সন্ধ্যার পর থেকে তিনি ১০০ কেজি লবণ বিক্রি করেছেন। ইসলাম স্টোরের মালিক মিছবাউর ইমলাম বলেন, তিনি দুই ঘণ্টায় ৭৫ কেজি লবণ বিক্রি করেছেন। 

উপজেলার পশ্চিম ভাড়াউড়ার মুদি দোকানদার আরিফিন মিয়া বলেন, লবণের দাম বেড়েছে শুনে তিনি রাতেই ২৫ কেজি কিনে রেখেছেন।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর