বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, প্রধানমন্ত্রী গত শুক্রবার ভারতের কলকাতায় ঘণ্টা বাজিয়ে ক্রিকেট খেলার উদ্বোধন করেন। এভাবে ঘণ্টা বাজিয়েই হবে বর্তমান সরকারের বিদায়।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার বিকালে সিলেটে রেজিস্ট্রারি মাঠের বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজাহান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মৃত্যু পথযাত্রী। তার শরীর দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু তার মনোবল অনেক শক্ত। বর্তমান বিচার ব্যবস্থায় বেগম জিয়ার মুক্তি হবে না। শক্তিশালী আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। আগামীতে নেত্রীর জামিন আবেদনের একটি তারিখ আছে। সে তারিখে তার মুক্তি না হলে সারাদেশে একযোগে আন্দোলন শুরু হবে।’
সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকীর পরিচালনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, নির্বাহী সদস্য আবুল কাহের শামীম প্রমুখ।
বিএনপি নেতা শাহজাহান পদপদবীর দিকে না তাকিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন তরান্বিত করতে নেতাকর্মীদের আহবান জানান। এছাড়া সারাদেশে একযোগে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে সিলেটের নেতারা আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে তারা স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত আছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ