এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাই এ কারণে বাংলাদেশে তারা কাউকে পুশ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আজ রবিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত ২০১৮-১৯ অর্থবছরের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ভারতের সরকার একাধিকবার আমাদেরকে বলেছেন এনআরসি তাদের অভ্যন্তরিণ সমস্যা। এ নিয়ে তারা কোন বাঙালিকে বাংলাদেশে পুশ করবে না। ভারতের এনআরসি তালিকা থেকে বাদ পড়াদের নিয়ে মাঝে মধ্যে কিছু তথ্য বের হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এসব তথ্য সঠিক নয়।
মন্ত্রী আরও বলেন, এনআরসি ইস্যু নিয়ে কিছু ‘ফড়িয়া’ তৎপর রয়েছে। তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে বাংলাদেশে গেলে বিনা টাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা মিলবে। শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমরা কখনো এসব লোকদের আমাদের দেশে ঢুকতে দেই না।’
বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুতফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মো. এমদাদুল ইসলাম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবীর ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ