সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগে সম্মেলনের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব। এবার উভয় শাখায় সাধারণ সম্পাদক পদে নতুন মুখ আসতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। উভয় শাখায় অন্তত ১৪ নেতার নাম এ পদে আলোচিত হচ্ছে।
আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী অন্তত ৬ নেতা। মহানগর আওয়ামী লীগেও ৬ নেতার নাম আলোচিত হচ্ছে সাধারণ সম্পাদক পদে।
জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক পদে আলোচিতরা হলেন- বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহ মশাহিদ আলী ও উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী।
এদিকে, মহানগর আওয়ামী লীগে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ফয়জুল আনোয়ার আলাওর, সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল ও শফিউল আলম নাদেল, শিক্ষাবিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাসের নাম আলোচিত হচ্ছে।
জানা গেছে, এসব নেতা বর্তমানে দলের কেন্দ্রে জোর লবিংয়ে ব্যস্ত রয়েছেন। একইসাথে সিলেটের দলের কাউন্সিলরদের সাথেও রাখছেন নিয়মিত যোগাযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা জানান, সম্মেলনে যদি কাউন্সিলরদের ভোটগ্রহণ করা হয়, সেক্ষেত্রে ভোট পেতে তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আবার কেন্দ্র যদি নেতৃত্ব বাছাই করে দেয়, সেক্ষেত্রে কেন্দ্রের নজরে থাকতেই লবিং করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম