তৃণমূলের কাউন্সিলররা চেয়েছিলেন ভোট, আর কেন্দ্রীয় ও জেলার নেতারা চান সমঝোতা। সমঝোতার প্রস্তাবে কাউন্সিলরদের সম্মত করাতে পারেন নি নেতারা। তাই সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গঠন করা সম্ভব হয়নি নতুন কমিটি। পণ্ড হয়ে যায় সম্মেলন। কমিটি ঘোষণা না দিয়েই ফিরে যান নেতারা।
গত রবিবার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজন করা হয় সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। প্রথম অধিবেশনে চলে আলোচনা। সম্মেলনের উদ্বোধক ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা দাবি তুলেন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের। কিন্তু সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় ও জেলার নেতারা সমঝোতার প্রস্তাব দেন। নেতাদের সেই প্রস্তাবে সম্মত না হয়ে ভোটের উপর অনড় থাকেন কাউন্সিলররা। কিন্তু রাত সাড়ে ১০টা পর্যন্ত কাউন্সিলররা সমঝেতার প্রস্তাবে সম্মত না হওয়ায় কেন্দ্রীয় ও জেলার নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা না করেই সম্মেলনস্থল ত্যাগ করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
এর আগে ভোটের সুযোগ না দেওয়ায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনও পণ্ড হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার