সিলেটের বিশ্বনাথে ‘ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে’ গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার বিআরডিবি মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে ও ব্লাস্টের জেলা কো-অর্ডিনেটর বদিয়ার রহমানের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্লাস্টের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রাণী মোদক। প্রশিক্ষণে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথিসহ অংশগ্রহণকারীরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল