সিলেটে বিক্রির চেষ্টাকালে এক নবজাতককে উদ্ধার করেছেন সিটি করপোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। গত মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর বাদিমবাগিচা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও এক বয়স্ক নারীকে আটক করা হয়েছে। নবজাতকটির পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কাউন্সিলর শামীম।
সিলেট সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম জানান, মঙ্গলবার রাতে দুই-তিন দিনের এক বাচ্চাকে নিয়ে বাদামবাগিচা এলাকায় আসেন এক বয়স্ক নারী। এসময় ওই নারী নবজাতকটি বিক্রির চেষ্টা করলে এলাকার লোকজন তাকে আটক করেন। পরে শিশুটিকে এলাকার এক নারীর হেফাজতে রাখা হয় এবং ওই নারীকে অপর আরেক পরিবারের কাছে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় পুলিশেও। কিন্তু পুলিশ না আসায় নবজাতক ও নারীকে এলাকার লোকজনের জিম্মায় রাখা হয়েছে বলে জানান কাউন্সিলর শামীম।
আটক নারীর কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রে তার নাম লেখা ছিল মোছা. সুফিয়া। তিনি সিলেট নগরীর রায়হোসেন আবাসিক এলাকার মৃত বশির আলীর স্ত্রী বলে পরিচয়পত্রে উল্লেখ করা। তবে ওই নারী তার বাড়ি হবিগঞ্জ বলে জানিয়েছেন।
কাউন্সিলর শামীম জানান, ওই নারী তাকে জানিয়েছেন গোলাপগঞ্জের একটি হাসপাতাল থেকে সে শিশুটি এনেছে। হাসপাতাল থেকে কে বা কারা শিশুটিকে ফেলে দেওয়ার সময় সে নিয়ে এসেছে বলে দাবি করছে। তবে আটক নারীর কথাবার্তা অসংলগ্ন বলে জানান শামীম।
বিডি প্রতিদিন/হিমেল