অবশেষে মায়ের কোলে ফিরে গেল সিলেট নগরীর বাদামবাগিচা থেকে উদ্ধার হওয়া নবজাতকটি। সিলেট সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সহযোগিতায় গত বুধবার রাতে নবজাতকটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। নবজাতকটির মা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল চৌধুরীপাড়া গ্রামের খুশি রানী মালাকার।
গত সোমবার সুফিয়া নামের এক বয়স্ক মহিলা ওই নবজাতকটিকে নিয়ে সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় আসে। সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় এলাকার মানুষ ওই মহিলাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলায় মহিলাকে আটক করা হয়। পরে খোঁজ নিয়ে নবজাতকটির মায়ের সন্ধান বের করে তার কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার