মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট বিভাগের প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্যদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্যদের মিশন রোডের বাসায় অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি ১৩ জন খোলোয়ার মধ্যে এই হুইল চেয়ার বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্ত নজরুল ইসলাম, ওসি আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি জিল্লুল আনাম চৌধুরী চেমন, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খাঁন, এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, প্রচার সম্পাদক মো. শেরজাহান আলী সেজু, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত প্রমূখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ