মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক আনন্দ উৎসব ও মিলনমেলার আয়োজন করা হয়েছে।
আগামী ২৮ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠান হবে। এ উপলক্ষে আজ সকালে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ‘এসো মিলি প্রাণের মেলায়’ এই স্লোগানকে ধারণ করে শহরে একটি আনন্দ র্যালি বের করে। এই আনন্দ উৎসবে কলেজের ৫০ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন। এরই মধ্যে রেজিস্ট্রেসন শুরু হয়েছে। খোলা হয়েছে www.sgc50years.com নামে একটি ওয়েব পেইজ। যোগাগের জন্য খোলা হয়েছে হট লাইল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন