নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, একটি বাস্তবসম্মত সড়ক আইনের জন্য দেশের মানুষ অনেক দিন ধরে আন্দোলন করছেন। নতুন সড়ক আইনকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। কিন্তু পরিবহন সেক্টরের কিছু মানুষের নৈরাজ্যের কারণে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তবে এই ভোগান্তি সাময়িক। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সবাইকে সাময়িক এই ভোগন্তিতে ধৈর্য ধারণ করতে হবে। এই সময়ে কোনভাবেই ধৈর্য হারা হলে চলবে না।
রবিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে নিসচার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়। শহীদ মিনারে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধণ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার