৪ ডিসেম্বর, ২০১৯ ০০:৩৬

সিলেটে পুলিশ-অটোরিকশা চালকদের বিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে পুলিশ-অটোরিকশা চালকদের বিবাদে সড়ক অবরোধ

সিলেট নগরীর পাঠানটুলায় সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ঝামেলার জের ধরে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরে থানার ওসি, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ ও সিএনজি অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ডিউটিতে নেয়ার জের ধরে এক চালকের সঙ্গে কয়েকজন পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কয়েকজন পুলিশ জালালাবাদ থানার ভেতর গাড়িসহ নিয়ে কয়েছ আহমদ চালকের গায়ে হাত তুলেন। এ খবর পৌঁছামাত্র পাঠানটুলা অটোরিকশা স্ট্যান্ডের শ্রমিকরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে রাখে। ফলে পাঠানটুলা পয়েন্টের চারদিকের রাস্তায় আটকা পরেন শত শত পথচারী ও যানবাহন।

পরে জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ ও সিএনজি অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দ সমঝোতার আশ্বাস দিলে কিছু সময় পর অবরোধ তুলে নেয়া হয়।

পাঠানটুলার বৈরাতি কমিউনিটি সেন্টারে সমঝোতার এক বৈঠকের পর বিষয়টি সমাধান করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন আহমদ বলেন, পুলিশ এবং সিএনজি অটোরিকশা শ্রমিকদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সুন্দরভাবে সমাধান হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর