'বস্ত্র খাতের বিশ্বায়ন- টেকসই উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে পালিত হয়েছে জাতীয় বস্ত্র দিবস।
এ উপলক্ষে বুধবার সকালে ফরিদপুর সরকারী টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর উদ্যোগে এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
টেক্সটাইল ইনস্টিটিটের সুপারিনটেন্ড মোনির হোসেনের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইনভিস্টিগেশন অব ব্যুরো (পিবিআই) এর পুলিশ সুপার মো. মাহ্ফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক আব্দুর রহমান, পুলিশ পরিদর্শক পিবিআই মো. রেজাউল করিম, লিটন চন্দ্র হাওলাদার।
আলোচনা শেষে ইনস্টিটিউট চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এসময় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/ফারজানা