সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন। কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে অধ্যাপক জাকির হোসেনকে।
জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে বৃহস্পতিবার বিকালে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মাসুক উদ্দিন দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, অধ্যাপক জাকির হোসেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত