১১ ডিসেম্বর, ২০১৯ ২১:১০

সিলেটে ই-ট্রাফিকিং কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট :

সিলেটে ই-ট্রাফিকিং কার্যক্রমের উদ্বোধন

সিলেট বিভাগে যাত্রা শুরু করলো ‘ই-ট্রাফিকিং সিস্টেম’। এখন থেকে বিভাগের চার জেলায় যানবাহনের মালিক ও চালকরা ‘ইউ ক্যাশ’র মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন জরিমানার টাকা। এতে হয়রানি কমার পাশাপাশি ট্রাফিক পুলিশের কার্যক্রমেও স্বচ্ছতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার বিকেলে সিলেট নগরীর রিকাবিবাজারস্থ পুলিশ লাইন্সে ‘ই-ট্রাফিকিং’ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গ্রামীণফোন ও ইউসিবিএল’র ‘ইউ ক্যাশ’র সাথে সিলেট বিভাগের চার জেলার পুলিশের চুক্তি স্বাক্ষরিত হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের ডিআইজি কামরুল আহসান বিপিএম। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র। এছাড়াও বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র সাংবাদিক সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীসহ গ্রামীণফোন ও ইউসিবিএল’র উর্ধতন কর্মকর্তারা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর