দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। রবিবার সকালে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে এসে সমাবেশ করে শেষ হয় বিক্ষোভ কর্মসূচি।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল কাহের শামীম, আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, ফখরুল ইসলাম ফারুক, এমদাদ হোসেন চৌধুরী, মামুনুর রশীদ মামুন, আব্দুল আহাদ খান জামাল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম