সিলেটে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বামীর বাড়ির লোকজনের দাবি সেলিনা আক্তার নামে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। আর বাবার বাড়ির লোকজনের অভিযোগ যৌতুকের টাকা না পেয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বিড়াখাই গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ সেলিনা ওই গ্রামের আলাই মিয়ার ছেলে ডালিম মিয়ার স্ত্রী।
গৃহবধূর ভাই আসমান আলী জানান, গত ১৬ ডিসেম্বর ১০ মাসের কন্যাসন্তান নিয়ে সেলিনা তাদের বাড়ি আসে। ওইদিন টমটম গাড়ি কেনার জন্য তার স্বামীকে এক লাখ টাকা দেওয়ার জন্য বলেন তিনি। টাকা না দিলে শ্বশুরবাড়ি সমস্যা হবে বলে জানায় সেলিনা। কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার আশ্বাস দিয়ে পরদিন সেলিনাকে তার স্বামীর বাড়ি পাঠানো হয়। সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে ফোনে জানানো হয় সেলিনা আত্মহত্যা করেছে। আসমান আলীর অভিযোগ যৌতুকের জন্য তার বোনকে স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছে।
এ ঘটনার পর এলাকার লোকজন সেলিনার স্বামী ডালিমকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম