নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও নগরীর চৌহাট্টা পয়েন্টে অভিযান চালিয়েছে পুলিশ। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ট্রাফিক আইনভঙ্গ, হেলমেট ও কাগজপত্র না থাকার অভিযোগে ১৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আটক করা হয় ৬টি যানবাহন।
অভিযানকালে যেসব যানবাহনের কাগজপত্র সঠিক ছিল, চালকের সিট বেল্ট বাধা ছিল এবং মোটর সাইকেল চালকের পরণে হেলমেট ছিল তাদেরকে ধন্যবাদ জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তারা।
এছাড়া অভিযানকালে সড়ক আইন মেনে চলার অনুরোধ জানিয়ে সচেতনতামূলক মাইকিংও করেন ট্রাফিক পুলিশ কর্মকর্তারা।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার জ্যোতির্ময় সরকার, টিআই (প্রশাসন) মো. মুহিবুর রহমান, টিআই মো. হাবিবুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব