সিলেট নগরীর আম্বরখানায় ট্রাকচাপায় ছাত্রলীগের দুই নেতা আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিলেট মহানগরীর ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সিলেট সরকারি কলেজের ছাত্র আকাশ ঘোষ ও মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা আরিয়ান খান তালহা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে বেপোরোয়া ট্রাক ছাত্রলীগ নেতাদের মোটরসাইকেলে চাপা দিলে তারা গুরুতর আহত হন। এসময় ট্রাকচালক পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বিডি-প্রতিদিন/শফিক