সদ্য ঘোষিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্ণালী পাল বিশ্বনাথ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
বিডি-প্রতিদিন/মাহবুব