সিলেট বিভাগীয় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় পরিষদের প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিতবরণ দাস গুপ্তের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোরশেদ আলম, জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকার পরিচালক মিনার মনসুর ও সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ বইমেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন বিকেল ৩টায় শুরু হয়ে চলবে রাত ৮ টা পর্যন্ত।
বইমেলায় ঢাকা থেকে আগত ২৮টি ও স্থানীয় ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের স্টলে দুর্লভ ও গুরুত্বপূর্ণ বই প্রদর্শন করবে। এছাড়া প্রতিদিন মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের কথাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার