সিলেটের নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকালে জকিগঞ্জে ও দুপুরে জৈন্তাপুর উপরজেলায় এ অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।
সকালে জকিগঞ্জ উপজেলার আটগ্রামে সুরমা নদীতে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান শুরু হয়। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসিরউল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ড, সিলেট কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মনির আহমদের নেতৃত্বে এ অভিযানে বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়। অভিযানে সুরমা নদীর তীর দখল করে নির্মিত প্রায় ৬০টি আধাপাকা ও কাচা স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর জৈন্তাপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের উপর অবৈধভাবে নির্মিত ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পানি উন্নয়ন বোর্ড, সিলেট কার্যালয়র উপ বিভাগীয় প্রকৌশলী মনির আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নদী-খাল দখলমুক্ত করতে এ অভিযান চলছে। পর্যায়ক্রমে সিলেটের সব উপজেলায় অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান শুরু হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার